ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রে আক্রান্ত ২০ লাখ ছুঁই ছুঁই, সুস্থ এক তৃতীয়াংশ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৭, ৭ জুন ২০২০

মহামারি করোনায় পথহারা মার্কিন যুক্তরাষ্ট্রে সংক্রমণ ২০ লাখ ছুঁই ছুঁই করছে। প্রতিদিনের রেকর্ড আক্রান্তের পাশাপাশি এখনও বাড়ছে স্বজন হারাদের মিছিল। যাতে না ফেরার দেশে দেশটি বসবাসরত ১ লাখ ১২ হাজারের বেশি মানুষ। 

এমন অবস্থায় প্রাণহানি ঠেকাতে আবারও ভ্যাকসিন নিয়ে সুখবর দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা নিরাপদ প্রমাণিত হলেই কেবল প্রয়োগ করা হবে। তবে, ততক্ষণে ভাইরাসটি আরও কত মানুষের প্রাণ কাড়ে তা-ই দেখার বিষয়। 

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনার শিকার হয়েছেন ২২ হাজার ৮৩৬ জন। এতে আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৮৮  হাজার ৫৪৪ জনে দাঁড়িয়েছে। একই সময়ে প্রাণ গেছে আরও ৭০৬ জনের। এ নিয়ে দেশটির ১ লাখ ১২ হাজার ৯৬ জন মানুষের মৃত্যু হলো করোনায়। যদিও সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭ লাখ প্রায় ৫২ হাজার মানুষ। 

এর মধ্যে শুধু নিউইয়র্কেই আক্রান্ত ৪ লাখ ছুঁই ছুঁই। যেখানে ৩০ হাজার ৪০১ জন মানুষের প্রাণ কেড়েছে করোনা। দ্বিতীয় স্থানে থাকা নিউ জার্সিতে আক্রান্ত ১ লাখ সাড়ে ৬৫ হাজার ৬৭৫ জন। এর মধ্যে ১২ হাজার ১৪৬ জনের মৃত্যু হয়েছে। 

আক্রান্ত বেড়েছে ক্যালিফোর্নিয়ায়। যেখানে সংক্রমণ ১ লাখ ২৯ হাজার, প্রাণহানি ৪ হাজার  ৬২৪ জন। ইলিনয়সে আক্রান্ত ১ লাখ ২৭ হাজারের কাছাকাছি, মৃত্যু হয়েছে ৫ হাজার ৮৬৪ জনের। 

সংক্রমণ ১ লাখ ৩ হাজার ছাড়িয়েছে ম্যাসাসুয়েটসসে, যেখানে প্রাণহানি ঘটেছে ৭ হাজার ২৮৯ জনের। করোনার সংক্রমণ সাড়ে ৭৯ পেরিয়েছে পেনসিলভেনিয়ায়। প্রাণ গেছে সেখানে ৬ হাজার মানুষের।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি